গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে সামরিক অভিযানের ঘোষণা করেন। রুশ সেনা ইউক্রেনে হামলা চালানোর পরই সে দেশের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। এরপর ভারত সরকারের উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয় ভারতীয় পড়ুয়াদের। কিন্তু এখনও ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়নি, রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি জানান, এখনও অবধি ৫০ জন ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসতে চান।
বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি রাজ্যসভায় জানান, কিয়েভের দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে এখনও ইউক্রেনে প্রায় ৫০ জন ভারতীয় আটকে রয়েছেন। তবে তাদের মধ্যে খুব সামান্য ভারতীয়ই দেশে ফিরতে চান। যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে দূতাবাসের তরফে। এখনও অবধি ২২ হাজার ৫০০ জন ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
