বিহারে মদ নিষিদ্ধ। অথচ বারবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর কথায়, ‘যারা মদ্যপান করে তারা আর যাই হোক ভারতীয় নয়, তারা মাহাপাপী’। একইসঙ্গে বিষ মদ খেয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘মদ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তা জেনেশুনেই মানুষ বিষমদ খাচ্ছেন। সেই কারণে তাদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন, সরকার নয়। বিষমদ খেয়ে মৃত্যু হলে তাঁর দোষ ওনাদেরই। ওনারা এটা জেনেই মদ খান যে ওটা বিষাক্ত হতে পারে’।
প্রসঙ্গত, গতকাল বিহার বিধানসভায় মদ্যপান বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়। এই বিলে প্রথমবারের অপরাধীদের জন্য শাস্তি লাঘব করার কথা বলা হয়েছে। এবার থেকে মদ খাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে যদি কেউ জরিমানা না দেন, সেক্ষেত্রে তাকে এক মাস হাজতবাস করতে হবে।
এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীর উদাহরণও টানেন নীতিশ। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধীও মদ খাওয়ার বিরোধিতা করেছিলেন। আর যারা তাঁর নীতির বিরুদ্ধে যায়, তারা মহাপাপী। এই সমস্ত লোকেদের আমি ভারতীয়ই মনে করি না। প্রসঙ্গত, ২০২১ সালের শেষ ৬ মাসেই রাজ্যে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হওয়ায়, বিজেপি ও আরজেডির তরফে অভিযোগ করা হয় যে, রাজ্য মদের উপরে নিষেধাজ্ঞা জারি করার পরও বিষমদ বিক্রি ও তার জেরে মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে। এর কারণ হল রাজ্য সরকার সছিকভাবে আইন প্রণয়ন করতে পারছে না।