রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার গোবরডাঙায় ফের আক্রান্ত তৃণমূল। বৃহস্পতিবার সকালে গোবরডাঙার বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়েছে তাঁকে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে আজ সকাল আটটা থেকেই হাবড়া-বসিরহাট রোডের প্রতাপনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে গোবরডাঙা থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জয়দীপ দত্ত। তিনি আক্রান্ত অঞ্চল সভাপতি কল্যাণ দত্তর ভাইপো! দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিবাদ চলছিল বলে এলাকাবাসীরা জানিয়েছেন।