আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চলতি বছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে ১৫ চৈত্র, ১৪২৮ সন৷ ইংরেজিতে ৩০ মার্চ ২০২২৷ তাই রাজ্য সরকার এই দিন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পুরনিগম ও পুরসভাগুলিতে ছুটি ঘোষণা করেছে।
টুইট করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমি তাঁর শিক্ষার প্রতি প্রণাম জানাই। সারা জীবন তিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। মতুয়া সম্প্রদায়ের সকল সদস্যদের হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শুভেচ্ছা!”