কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জলপাইগুড়ির আকাশ। আতঙ্কিত বাসিন্দারা। আগুন লাগল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যভবনে। ধোঁয়া দেখে দমকলে খবর দেন অফিসের কর্মীরাই। জানা গেছে, স্বাস্থ্যভবনের কয়েকটি ঘর কালো ধোঁয়ায় ভরে গেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ৩টি ইঞ্জিন।
আগুন কীভাবে লাগল তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, বুধবার বেলা ১১টা নাগাদ স্বাস্থ্যভবনের সিএমওএইচ অফিস থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
ছুটোছুটি শুরু হয়ে যায়। অফিসের কর্মীরা তড়িঘড়ি দমকলে খবর দেন। আপাতত দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল সূত্রে জানা গেছে, প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের উৎসের খোঁজ করা হচ্ছে।