বিমানবন্দরে স্থিত একটি ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লাগে এয়ারক্র্যাফ্টের ডান দিকের একটি উইংয়ের। যার জেরে বেঁকে যায় উইংটি। অল্পের জন্য রক্ষা পেল স্পাইসজেটের একটি বিমান। কোনওমতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার সম্মুখীন হল স্পাইস জেটের একটি বিমান।
যাত্রীবাহী ওই বিমানটি বিমানবন্দরের ইলেকট্রিক পোলে ধাক্কা মারে বলে খবর। এয়ারক্র্যাফ্টটি পুশব্যাকের সময় এই ধাক্কা লাগে বলে বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে। ঘটনায় আহতের সংখ্যা এখনও জানা যায়নি। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল স্পাইসজেটের এই বিমানটি। ফ্লাইট নম্বর এস জি – ১৬০ বিমানটি পুশব্যাক করার সময় ডানদিকের উইংটির একটি অংশ ইলেকট্রিকের পোলের সঙ্গে ধাক্কায় খেয়ে যায়।
এর জেরে ক্ষতিগ্রস্ত হয় বিমানের ওই অংশটি। পোলটিও বেঁকে যায়। স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের অন্য একটি বিমানে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বরাতজোরে সকলেই রক্ষা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।