বিগত ২০১৯ সালের আগস্ট মাসে আসামে এনআরসির ফাইনাল তালিকা প্রকাশ করেছিল সে রাজ্যের বিজেপি সরকার৷ যা নিয়ে প্রচুর বিরোধিতা শুর হয়েছিল সে সময়৷ এ বার এনআরসি-র ওই তালিকা বদল করে নতুন করে আসামে এনআরসি করার কথা বললেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ রবিবার গুয়াহাটিতে ছাত্রদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বশর্মা। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন৷ এবং বলেন, “আমার মনে হয় এনআরসির ফাইনাল তালিকার আরও একবার মূল্যায়নে ভুলভ্রান্তি শুধরে নিয়ে নতুন করে তা প্রকাশ করা উচিৎ৷ এ বিষয়ে আমরা অল অসম স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বের সঙ্গেই বৈঠকে বসে আলোচনাও চলছে৷” ইতিমধ্যেই এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
উল্লেখ্য, ২০১৯ এ অসমে এনআরসির ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু বিষয়ে কড়া বিরোধিতা এসেছিল রাজ্যটিতে প্রভাবশালী অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন সহ একাধিক অসমিয়া জাতীয়তাবাদী দলের থেকে৷ এরপর আগুনে ঘৃতাহুতি হয় যখন কেন্দ্র সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসে৷ এবং এনআরসির পরপরই তা অসমে লাগু করার চেষ্টা করে৷ সে সময় গুয়াহাটি থেকে অসমের বড় অংশে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে আসু-সহ অন্যান্য অসমীয়া জাতীয়তাবাদী দলগুলি। এই আন্দোলন অনেক জায়গাতেই হিংসাত্মক আকার নিয়েছিল। পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছেছিল যে নিয়ন্ত্রণ কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত নামাতে হয়েছিল। এমনকী রাজধানী গুয়াহাটিতে রাস্তা ও দেওয়ালে ‘গো ব্যাক মোদী’ স্লোগান লেখা হয়েছিল সে সময়৷