২৮-২৯ মার্চ সারা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। এ রাজ্যে তার প্রভাব না পড়লেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, হামলা, ভাঙচুরের খবর মিলেছে। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘বনধের নামে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই’।
রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা। সোমবার দ্বিতীয় দিন। বনধ নিয়ে পাহাড় থেকেই এই প্রতিক্রিয়া দেন তিনি। মমতা বলেন, ‘যারা ধর্মঘট করছে, গাড়ি, বাস ভাঙচুর করছছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সরকারি সম্পত্তি নষ্ট করছে যারা ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে’।
এমনিতে সরকারে আসার পর থেকেই বনধের সংস্কৃতির বিরুদ্ধে সরব মমতা। গত ১১ বছরে যত ধর্মঘট হয়েছে সবেতেই কড়া অবস্থান নিয়েছিল রাজ্য সরকার। এবারও তার অন্যথা হয়নি। বরং আরও একধাপ এগিয়ে বনধ সমর্থকদের থেকেই সরকারি ক্ষতিপূরণ আদায় করার হুঁশিয়ারি দিলেন তিনি।