স্থানীয় ভাষায় ভোপালি শব্দের অর্থ সমকামী! এবার এমনই মন্তব্য করে বিতর্ক বাঁধালেন বিবেক অগ্নিহোত্রী। শুক্রবার ভোপালে গিয়েছিলেন দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক। ওই শহরের ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা তাঁর। সেখানে গিয়েই তিনি বলেন, ‘স্থানীয় ভাষায় ভোপালি শব্দের অর্থ সমকামী।’ এ নিয়ে ভোপালের কংগ্রেস নেতৃত্বের দাবি, তাদের শহরকে অপমান করেছেন পরিচালক। তাঁদের সাফ কথা, ‘অবিলম্বে ক্ষমা চাইতে হবে পরিচালককে।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিবেক অগ্নিহোত্রীর মন্তব্যের টুকরো ভিডিয়ো। ওই ক্লিপে বলতে দেখা যাচ্ছে, ‘আমি ভোপালে বড় হয়েছি। কিন্তু, আমি ভোপালি নই। কারণ, ভোপালি শব্দের অর্থ ভিন্ন। ভোপালের যে কোনও ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। কেউ যদি বলেন নিজেকে ভোপালি বলে দাবি করেন, তাহলে তাঁর অর্থ তিনি সমকামী। অর্থাৎ নবাবি শখ রয়েছে তাঁর।’
পরিচালকের মন্তব্য শোনার পরেই তাঁকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেন, ‘বিবেক অগ্নিহোত্রী আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানি না। আপনার হয়ত এই ধরনের অভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু, ভোপালের সাধারণ মানুষের কাছে বিষয়টি মোটেও এরকম নয়। আমি ১৯৭৭ সাল থেকে ভোপালিদের সঙ্গে কাজ করছি। আজ পর্যন্ত আপনার মতো অভিজ্ঞতা আমার হয়নি।’
অগ্নিহোত্রীকে একহাত নিয়েছেন ভোপালের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসি শর্মাও। তাঁর কথায়, ‘ভোপালের সংস্কৃতির জুড়ি মেলা ভার। রাজা ভোজের ঘরানার ঝলক রয়েছে ভোপালের সর্বত্র। ভরত ভবন, শিল্প, শহরের সংস্কৃতি সবেতেই তাঁর প্রভাব রয়েছে। সেই সংস্কৃতিকে অপমান করার জন্য ক্ষমা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ক্ষমা চাওয়া উচিত।’ পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ভোপালের আম জনতাও। সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলের শিকারও হতে হচ্ছে অগ্নিহোত্রীকে।