বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন প্রশান্ত কিশোর। মনে করা হচ্ছে গুজরাত নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের। যদিও এই বিষয়ে কংগ্রেস বা প্রশান্ত কিশোরের তরফে কোনও কিছু জানা যায়নি। তবে কংগ্রেসের শীর্ষ স্থানীয় দুই নেতা এই বিষয়ে নাম না প্রকাশের শর্তে হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত ভাবে জানিয়েছেন যে প্রশান্ত কিশোর দেখা করেন প্রিয়াঙ্কা ও রাহুলের সঙ্গে।
উল্লেখ্য, গতবছর একটা সময় জল্পনা তৈরি হয়েছিল যে পিকে হয়ত কংগ্রেসে যোগ দিতে পারেন। একাধিকবার রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে বৈছকে বসেছিলেন পিকে। তবে পরে দুই পক্ষের দূরত্ব তৈরি হয়। এই আবহে কংগ্রেসের সঙ্গে ভোট কুশলী হিসেবে কাজ শুরু করেন সুনীল কানুগোলু। সুনীলের সঙ্গেও নাকি সম্প্রতি বৈঠক করেন রাহুল-প্রিয়াঙ্কা। আর এরপরই গান্ধীরা বৈঠকে বসেন প্রশান্ত কিশোরের সঙ্গে।
২০২০ সালেই প্রশান্ত কিশোর কংগ্রেসের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল ২০২৪ সালের নির্বাচনের দায়িত্ব সামলাতে চেয়ে। সূত্রের খবর, সেই সময় মোটামুটি ঠিকও হয়েছিল যে পিকে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন।