শহরের পাঁচটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। এর আগে পার্কস্ট্রিট উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ হল গড়িয়াহাট উড়ালপুল।
নির্দেশিকা জারি করা হয়েছিল আগেই। স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ থেকে চার দিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। শুক্রবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইওভার। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। আজ ঘুরপথে চলবে বাস ও গাড়ি। ফলে শহরে যানজটের আশঙ্কাও আছে।
তবে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গড়িয়াহাটে যানজট এড়াতে উড়ালপুল বন্ধ থাকাকালীন গাড়ি এবং বাস-মিনিবাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। কসবার দিকে যাওয়া ও কসবা থেকে আসা মিনিবাস এবং একডালিয়ার মিনিবাসগুলি সুইনহো স্ট্রিট দিয়ে কর্নফিল্ড রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ হয়ে বিজন সেতু হয়ে যাতায়াত করবে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। ওই সময়ের মধ্যে উড়ালপুল দিয়ে উত্তর ও দক্ষিণমুখী ট্র্যাফিক বন্ধ থাকবে। ফ্লাইওভারের বদলে গড়িয়াহাট রোড দিয়ে যানবাহন যাতায়াত করতে পারবে।
গড়িয়াহাট উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল। ব্যস্ত সময় গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকলে কী ভীষণ যানজট তৈরি হবে তা ভেবেই আতঙ্কিত নিত্যযাত্রীরা। কোন পথে গাড়ি যাবে সে নিয়ে চিন্তাও রয়েছে।