সিবিআই তদন্ত শুরু করেছে রামপুরহাটে। তারপরেও সেখানে বারবার ছুটে যাচ্ছে বিজেপি। এই প্রসঙ্গই শনিবার ফের একবার শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তদন্তকারীরা গিয়েছেন। এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সবরকম সাহায্য করছে। কিন্তু সিঙ্গুরের তাপস মালিক, নেতাই এর মত ঘটনায় মানুষ বিচার পায়নি’।
সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘তবে যদি দেখি বিজেপিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমরা দেখেছি, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে বা অন্যান্য যে ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। কিন্তু বাম আমলে এত ঘটনা ঘটেছে, কোন সময় তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়েছেন? সেটা তাঁরা তুলে ধরুক।
সেই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আঁতাতের প্রসঙ্গও ফের একবার উস্কে দেন তিনি। বললেন, ‘যেভাবে বিজেপি – সিবিআই একসঙ্গে রামপুরহাটের ঘটনাস্থল যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে, বিজেপি এবং সিবিআই এক সূত্রে বাধা। যেভাবে ঘন ঘন বিজেপি যাচ্ছে, তা দেখে সেটাই মনে হচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সিবিআই বিজেপির উপর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। যদি আমরা দেখি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতাকে ধরা হচ্ছে, বিজেপি নেতাদের আড়াল করা হচ্ছে, একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা অনুযায়ী চলছে তাহলে আমরা করা আন্দোলনে নামব’।