এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করছে দেশ। আর মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র অস্ত্র ভ্যাকসিনই। যত বেশি ভ্যাকসিন, তত বেশি করোনার বিরুদ্ধে প্রতিরোধ। অথচ ঘাতকের ভূমিকায় সেই টিকাই! গত জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ। সেই টিকাপ্রাপকদের মধ্যে প্রতিষেধক নেওয়ার পরে ১৬ জন মারা গিয়েছে বলে লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বছরের শুরুতে ছোটদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। ঠিক হয়, প্রথমে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে। শুক্রবার লোকসভায় মালার প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী জানিয়েছেন, ওই বয়সের মধ্যে অন্তত ৯.১১ কোটি কিশোর-কিশোরীদের প্রতিষেধক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু টিকা নেওয়ার ফলে টিকাপ্রাপকদের মধ্যে ১৬ জন কিশোর-কিশোরী মারা গিয়েছে। ওই মৃত্যুর কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রক।
