বৃহস্পতিবারই বগটুই পৌঁছে আনারুল হুসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।’ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই কাজ শুরু করে দিয়েছিল পুলিশ। প্রথমেই আনারুলের বাড়িতে হানা দিয়েছিল বিশাল বাহিনী।
কিন্তু সেখানে তিনি ছিলেন না। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যে তারাপীঠ থেকে ‘বেপাত্তা’ আনারুলকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মোবাইল ফোনের সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন আনারুল হোসেন। তারাপীঠ থানায় আনা হয়েছে ধৃতকে। থানায় আছেন বীরভূম পুলিশ সুপার। ধৃত আনারুলকে জেরা করছেন তিনি।