রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনকে শাপশাপান্ত করে বাসে কলকাতা থেকে রামপুরহাটের বগটুই গ্রামের পথে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই বিজেপির প্রতিনিধি দলের বাস থামল শক্তিগড়ের ল্যাংচার দোকানের সামনে। হুড়োহুড়ি পড়ে গেল মিষ্টিমুখ করার। এবার এ নিয়েই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করল তৃণমূল।
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বর্ধমানের শক্তিগড়ে একটি শক্তিগড়ের একটি বিখ্যাত মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রতিনিধি দলের বাস। যা নিয়ে কটাক্ষ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ রামপুরহাট যাব ভেবেও তাই গেলাম না।’ দলনেত্রীর পাশাপাশি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষও টুইটে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন। টুইটারে ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি ‘বিজেপি-র পিকনিক’ শিরোনামে টুইটে তাঁর দাবি, বিজেপি বিধায়কদের দলটি শক্তিগড়ের ল্যাংচা খেতে দাঁড়িয়েছিল।
