রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, যুদ্ধ অবশ্যম্ভাবী। অবশেষে সমস্ত আশঙ্কাকে সত্যি করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে মস্কো। প্রায় ৪ সপ্তাহ ধরে ইউক্রেনের মাটিতে রাশিয়ার মিলিটারি অপারেশন চলছে। আর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আঁচ পড়েছে ভারতেও। এবার যেমন পাইকারী গ্রাহকদের যে দামে ডিজেল বিক্রি করা হত সেই দাম একধাক্কায় লিটার প্রতি ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতাংশ বৃদ্ধির পরেই এই সিদ্ধান্ত নেওযা হয়েছে৷ যদিও পেট্রোল পাম্পের মাধ্যমে খুচরো খনিজ তেল বিক্রির ক্ষেত্রে দাম এখনও একই আছে৷
প্রসঙ্গত, এই মাসে পাম্পের পেট্রোল বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ বাস বা বড় বড় মাল পরিবহণকারী যানবাহন সংস্থা বেশি করে জ্বালানি কিনে রেখেছে। এদিকে, বিগত ১৩৬ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়নি৷ এখনও পর্যন্ত বেশিরভাগ ক্রেতাই পেট্রোল পাম্পের থেকে পেট্রোপণ্য কিনে থাকেন৷ ফলত এই খুচরো ব্যবসায়ীরা লোকসানের মুখ দেখছেন৷ মুম্বই পাইকারী গ্রাহকদের জন্য ডিজেলের দাম বেড়ে ১২২.০৫ টাকা লিটার হয়েছে। একই ভাবে দিল্লীতে ডিজেলের পাইকারী দাম ৮৬.৬৭ টাকা লিটার প্রতি ছিল যার বর্তমান দাম হল ১১৫ টাকা৷ গ্রাহকেরা সরাসরি পাম্প থেকে জ্বালানি কিনছেন। পেট্রোলিয়াম সংস্থার থেকে সরাসরি ট্যাঙ্ক বুক কিনছেন না৷ ফলত পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থার ক্ষতির পরিমাণ বাড়ছে।
