অনেকদিন ধরেই চলছিল প্রস্তুতি। অবশেষে যাত্রা শুরুর পথে মিতালি এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত চলবে এই ট্রেন। ইতিমধ্যেই রবিবার বাংলাদেশের রেলমন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে ট্রেনটির সময়সূচী প্রকাশ করেছে। যা নিয়ে উত্সাহ তৈরি হয়েছে উত্তরবঙ্গে। যদিও ভারত সরকার এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
বাংলাদেশের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাতে মিতালি এক্সপ্রেস এনজেপি থেকে রবিবার ও বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। আর বাংলাদেশ ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার ওই দেশের সময় অনুযায়ী রাত ৯টা ৫০মিনিটে। এনজেপি এসে পৌঁছবে ভারতীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে।
বাংলাদেশের রেলমন্ত্রক জানাচ্ছে, ট্রেনটিতে মোট ১০টি কোচ থাকবে। তার মধ্যে এসি বার্থ, সাধারণ কোচ থাকবে চারটি, এসি চেয়ারকার কোচ থাকবে চারটি। দু’টি ব্রেক ও পাওয়ার ভ্যান থাকবে। এসি বার্থে ভাড়া ঠিক করা হয়েছে মাথাপিছু ৪৯০৫ টাকা, সিটে মাথাপিছু ভাড়া ৩৮০৫ টাকা এবং এসি চেয়ার কারে মাথাপিছু ২৭০৭ টাকা ভাড়া।