বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরেই সোমবার থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি। বালিগঞ্জে দেওয়াল লিখনের মাধ্যমে তাঁর ‘খেলা’ শুরু হয়েছে উপনির্বাচনের ময়দানে। এবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সোমবার সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল। তার আগে অবশ্য তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। কিন্তু আমি কখনও কোভিড বিধি ভাঙিনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।’
এরপরই বিজেপিকে নিশানা করেন বাবুল। বলেন, ‘আমি একটা অন্য দল থেকে এসেছি। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ তারিখ। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভাল খেলব।’ রবিবার রাতে বালিগঞ্জের কর্মীসভা থেকেও বাবুল চ্যালেঞ্জ করেন, ‘বিজেপির যারা লোকসভায় জিতেছিলেন, ২০২৪-এ তাদের মধ্যে কতজন ভোটে দাঁড়াতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে আমার। কেয়াকে বলব, আমাকে নিয়ে বেশি চিন্তা করতে না। মেঘেদের দল নিয়ে আগে ভাবনা চিন্তা করুন।’ সিপিআইএম-এর নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও নিশানা করেছেন বাবুল। বলেছেন, ‘ওঁর কোন মান নেই। সিপিআইএম পিছন দিকে এগোচ্ছে। নতুনদের দায়িত্ব না দিয়ে পিছনে থাকা মানুষদের নিয়ে আসা হচ্ছে। নিজে কোনও দিন জিততে পারেন না। ওঁর কথার কোন উত্তর দেব না।’
