সোমবার থেকেই বাংলায় শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোর্বেভ্যাক্স টিকাকরণ। কলকাতা পুরসভার ৩৪টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে ১২ ঊর্ধ্বদের জন্য নির্ধারিত কোর্বেভ্যাক্স ভ্যাকসিন। এছাড়া ১৫টি স্কুলেও মিলবে ভ্যাকসিন। শিশুদের টিকাকরণের জন্য বায়োলজিক্যাল ই সংস্থা এটি তৈরি করেছে। ২৮ দিনের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ২০১০ সালের ১৫ই মার্চের আগে যারা জন্মেছেন, তারা করোনা টিকা নিতে পারবেন। ছোটদের টিকাকরণের রেজিস্ট্রেশনের জন্য পরিবারের সদস্যদের কো-উইন পোর্টালে তৈরি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। অন্য মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্টও তৈরি করা যাবে। এছাড়াও সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করে করোনা টিকা নেওয়া যাবে। কলকাতার ১৫টি স্কুলেও শিশুদের ভ্যাকসিন মিলবে। কর্তৃপক্ষ রাজি থাকলে এবং স্কুলে পর্যাপ্ত জায়গা থাকলেই সেখানেই কলকাতা পুরসভা ভ্যাকসিনেশন সেন্টার করবে বলে জানিয়েছিল পুরসভা। আপাতত ১৫টি স্কুল থেকে টিকা মিলবে। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।