সেই দোলের দিন থেকেই উত্তপ্ত কোচবিহার। দফায়-দফায় জেলার বিভিন্ন জায়গায় চলছে উত্তেজনা। এবার তুফানগঞ্জে তৃণমূলের যুব সহ-সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে তুফানগঞ্জ ১ ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি রশিদ ইসলামের বাড়িতে বোমা মারার অভিয়োগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে রশিদ ও তার পরিবারের সদস্যরা নিত্যদিনের মতোই রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ রাত দেড়টা নাগাদ একটি বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। উঠে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা বাড়ি। তখনই বুঝতে পারেন যে বাড়িতে কেউ বা কারা বোমা মেরে চলে গিয়েছে।
এরপর খবর পেয়ে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থানে পৌঁছে তারা বোমের নমুনা সংগ্রহ করে। রশিদ ইসলাম বলেন, ‘গতকাল রাত্রি দেড়টা নাগাদ সবে শুয়েছি আমি। হঠাৎ বিকট শব্দ। সারা বাড়িতে ধোঁয়া ভরে গিয়েছে। পরে পাশের বাড়ির লোকেদের কাছ থেকে শুনি যে দুষ্কৃতীরা এসে বোমা মেরে চলে গিয়েছে। আমার ঘরের দরজা ভেঙে দিয়েছে। বাড়ির ছোট বাচ্চারা ভয়ে কুঁকড়ে আছে। এতদিন এমন ছিল না। পুলিশকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।’ গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে।