গত ১০ মার্চ ফল প্রকাশের পর ৯ দিন পার হয়ে গিয়েছে। তাও গোয়ায় বিজেপির সরকার গঠনের চিত্রটা এখনও স্পষ্ট নয়। বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি না, তাও স্পষ্ট নয় এখনও। এই পরিস্থিতিতে কংগ্রেস শুক্রবার বলেছে যে তারা গোয়ায় বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে সমস্ত সম্ভাব্য বিকল্প পথ বিবেচনা করতে প্রস্তুত। বিজেপি, যারা গত মাসের গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ২০টি জিতেছে এবং দুই মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির বিধায়ক এবং তিনজন নির্দলের সমর্থন পেয়েছে, তারা এখনও নতুন সরকার গঠনের দাবি করতে পারেনি।
প্রবীণ কংগ্রেস নেতা দিগম্বর কামাত সাংবাদিকদের বলেন দাবি দাখিল করতে ব্যর্থতা ইঙ্গিত দেয় যে ‘বিজেপির মধ্যে সবকিছু ঠিক নেই’। নির্বাচনে ১১টি আসন জিতেছে কংগ্রেস। ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হয়। তিনি জানান, ‘কংগ্রেস পার্টি গোয়ায় একটি অ-বিজেপি সরকার গঠন করা নিশ্চিত করার জন্য সমস্ত বিকল্পের জন্য রাস্তা উন্মুক্ত রাখছে যা আসলে বিধানসভা নির্বাচনের রায়কে বহাল রাখবে।’ তাঁর দাবি, বিজেপি ২০টি আসন জিততে পারে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যার একটি কম, শুধুমাত্র বিজেপি বিরোধী ভোট বিভক্ত হওয়ার কারণে এই ফল হয়েছে।
