এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সপা সুপ্রিমল অখিলেশ যাদবকে একসঙ্গে হোলি খেলতে দেখে কার্যত ভয়ে কাঁপতে দেখা গেল নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে! আর তার পরেই শোরগোল পড়ে গেল দেশ জুড়ে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। অ্যানিমেটেড সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি হোলি পার্টিতে রং খেলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সপা নেতা অখিলেশ যাদব। আর সেই রং খেলা দেখেই দূর থেকে ঠকঠকিয়ে কাঁপছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
‘দিদি ফর পিএম’ নামক একটি তৃণমূলপন্থী ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। সেটির ক্যাপশনে লেখা হয়, ‘এই হোলিতে আমরা ঘৃণা হয়, একতাকেই বেছে নিয়েছি। মোদী আর অমিত শাহ কী ভাবছেন এই ব্যাপারে?’ স্বভাবতই পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিয়োটি। যেহেতু একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করার পর দেশে মোদী বিরোধী মুখ হিসেবে শীর্ষ স্থানে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাই এই ভিডিয়ো গেরুয়া শিবিরের কাছে কাটা ঘায়ে নুনের ছিটের মতো।
