আজ, শুক্রবার দোলপূর্ণিমা। রঙের উৎসব। বসন্তের রঙিন আবহে মাতোয়ারা চারিদিক। এবার এই খুশির দিনে দেশবাসীকে দোলযাত্রার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টুইটারে তিনি লেখেন, ‘সকলকে দোলযাত্রার অনেক শুভেচ্ছা। রঙের এই জাঁকজমকপূর্ণ উৎসব আমাদের সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক।
বৈচিত্র্য, বন্ধুত্ব ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক।’ এর পাশাপাশি দেশবাসীকে হোলিরও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূল নেত্রী।
