ভারতের মাটিতে জাপানের মতো বুলেট ট্রেন চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার লোকসভার আবার এই দাবি করলেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যিনি ঘটনাচক্রে, সংসদের রেলওয়ে স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান।
রেল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ বুধবার তাঁর বক্তৃতায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আমাকে আগের বার রেলের স্থায়ী (স্ট্যান্ডিং) কমিটির চেয়ারম্যান করেছিলেন। তিন বছর সেই পদে কাজ করেছি। ফলে রেলের অনেক বিষয়ই আমি জানি।’ এর পরেই নিজের সেই অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সুদীপ বলেন, ‘(মঙ্গলবার) যা বলেছিলাম তা আবার বলছি, ভারতের মাটিতে জাপানের মতো বুলেট ট্রেন চালানো সম্ভব নয়। তবে ফাস্ট স্পিড ট্রেন চলতে পারে। যার সঙ্গে ইউরো ট্রেনের তুলনা করা যায়।’
এর পরেই সুদীপ বলেন, ‘এমন ইউরো রেলে চড়ে আমি প্যারিস থেকে লন্ডন ১,০৫০ কিলোমিটার পথ মাত্র তিন ঘণ্টায় পাড়ি দিয়েছি’। প্রসঙ্গত, ২০১৭-র নভেম্বরে গুজরাতের সবরমতী স্টেশনে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রায় ১ লক্ষ হাজার কোটি টাকারও বেশি খরচে তৈরি হচ্ছে মোদীর স্বপ্নের মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্প।