পুরভোটে রাজ্যের চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় ছিল৷ এবার সেই তালিকায় থাকা এগরা পুরসভা দখল করে নিল তৃণমূল৷ বুধবার বিজেপিকে ৭-৫ ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদ দখল করে শাসক দল৷ চেয়ারম্যান পদে নির্বাচিত হন তৃণমূলের স্বপন নায়েক৷
বুধবার এগরার মহকুমাশাসকের উপস্থিতিতে এগরা পুরসভার ১৪ জন কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচনে অংশ নেন৷ সাতজন কাউন্সিলর স্বপন নায়েককে চেয়ারম্যান পদে সমর্থন করেন৷ চেয়ারম্যান পদের লড়াইয়ে থাকা বিজেপির দেবব্রত করন পান পাঁচটি ভোট৷ এক কংগ্রেস ও নির্দল কাউন্সিলর ভোটদানে বিরত থাকেন৷
উল্লেখ্য, এগরা ছাড়াও ঝালদা, চাঁপদানি ও বেলডাঙায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই৷ পুরুলিয়ার ঝালদায় ১২টির মধ্যে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল, মুর্শিদাবাদের বেলডাঙায় ১৪টির মধ্যে সাতটিতে জয়ী হয় শাসক দল৷ হুগলির চাঁপদানিতেও ২২টি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয় তৃণমূল৷ এই পুরসভায় দশটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা৷