বিরোধীরা যখন দুই কাউন্সিলর খুনের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব তখন বিধানসভার স্বরাষ্ট্র দফতরের বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজ্যে রাজনৈতিক হিংসা কমে এসেছে।
বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ২০০২ সাল থেকে ২০১১ সালের মে মাসের (ওই সময় রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার) মধ্যে রাজ্যে ৬৬৩টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছিল। কিন্তু ২০১১ সালের জুন থেকে ২০২০-র জুন মাস পর্যন্ত সেই সংখ্যা মাত্র ১৫৬। ২০২০ সালে রাজ্যে মাত্র তিনটি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রীর আরও দাবি, রাজ্যে অপরাধ সংক্রান্ত পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ডাকাতি, লুটপাট, চুরি ও খুনের বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে ২০২০ সালের তথ্য অনুযায়ী ধারাবাহিক নিম্নগামী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তাঁর আর দাবি, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত খুন ও ধর্ষণের ঘটনাও যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ২০১২ সালে ২০৪৬টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সংখ্যা ২০২০ সালে ১১২৮-এ নেমে এসেছে। এই পরিসংখ্যান দেশের ২১টি রাজ্যের তুলনায় ভাল, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
