পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের হত্যার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনায় ধৃত শম্ভু পণ্ডিতের মাসতুতো ভাই সঞ্জীব পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগরপাড়ার বাসিন্দা ধৃত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত সক্রিয় বিজেপি কর্মী৷ তিনি সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা৷
এ দিকে নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, পুলিশি তৎপরতায় তিনি খুশি হলেও এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলেই তিনি মনে করেন৷ এলাকার পরিত্যক্ত মাঠ দখলকে কেন্দ্র করেই তাঁর স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ মীনাক্ষীদেবীর৷ সিআইডি তদন্তেও আস্থা রাখছেন নিহত কাউন্সলিরের স্ত্রী। অনুপম দত্তের হত্যার ঘটনার প্রতিবাদে এ দিন পানিহাটিতে মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ মিছিলে হাঁটেন মীনাক্ষীদেবীও৷
গত রবিবার সন্ধ্যায় আগরপাড়ায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই হত্যাকাণ্ডের পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ধৃত শম্ভু পণ্ডিতকে জেরা করে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া ট্রেনের টিকিটের সূত্র ধরে পূর্ব বর্ধমানের কালনার সিমলান ও আগ্রাহাটি গ্রামে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানার বিশেষ দল৷ সেখান থেকে শম্ভু পণ্ডিতের মাসির ছেলে সঞ্জীব ও প্রসেনজিৎ পণ্ডিতকে আটক করে পুলিশ৷