সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা রাজ্যে। তবে এর মধ্যেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্র মারফত স্পষ্ট জানিয়ে দিয়েছে, উপনির্বাচনের সূচি বদল সম্ভব নয়। তাই এবার ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদলের আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আগেই একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল হয়েছে। ফের বদলের সম্ভাবনা দেখা দিয়েছে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য। পরীক্ষা চলার সময়েই ভোটের দিন স্থির করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একটু আগে বিধানসভায় বলেন, ‘আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলব এ রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে। সেই সময় যদি উপনির্বাচনটা পিছিয়ে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী বলেন, যদি তা না হয় তাহলে আমাকে দেখতে হবে। প্রয়োজনে উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হবে।’