ঝাড়ুর ঝড়ে কংগ্রেস-বিজেপিকে উড়িয়ে পাঞ্জাবে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিন পাঞ্জাবে প্রথম আপ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান। শপথ নিয়েই তিনি জানিয়ে দেন, ‘যাঁরা আপকে ভোট দেননি, তাঁরা বঞ্চিত হবেন না। আমি তাঁদের জন্যও কাজ করব।’
প্রসঙ্গত, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ঝাড়ুর ঝড়ে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবারের জন্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি। বুধবার পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মান। শপথগ্রহণ অনুষ্ঠান ছিল একেবারেই অন্যরকম। ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। প্রায় তিন লাখ আপ সমর্থকের সামনে এদিন শপথ নিলেন মান। শপথগ্রহণের পর প্রথমেই তিনি বলেন, ‘ভালবাসা প্রত্যেকের জন্মগত অধিকার। আসুন এবার দেশমাতৃকাকে ভালবাসি।’
