দেশজুড়ে তিন কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কতজন কৃষক? নিরুত্তর মোদী সরকার। শেষমেশ ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্যের ঘাড়ে চাপাল কেন্দ্র। কৃষি আইন বিরোধী আন্দোলন করতে গিয়ে কতজন মারা গিয়েছেন? তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি? লোকসভায় সরকারের কাছে লিখিতভাবে জানতে চেয়ে চেপে ধরেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)।
এর জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ঠিক দু’লাইনের জবাব দিয়েছেন। জানিয়েছেন, প্রয়াত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যে বিষয়। এভাবে কৃষক মৃত্যুর দায় এড়িয়ে যাওয়া তো বটেই, পরিবারের ক্ষতিপূরণের বিষয় থেকেও হাত গুটিয়ে নেওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
