মঙ্গলবার ২টি বিমান অবতরণের পরই রানওয়েতে ওই ফাটল লক্ষ্য করা যায়। তার পরই আর কোনও বিমান অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি বিমানবন্দর থেকে বহু বিমানের উড়ানের সূচি বদল করা হয়।
উল্লেখ্য, বাগডোগরা বিমানবন্দর থেকে রোজ ৩৬টি বিমান ওঠানামা করে। রোজ গড়ে ৮ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন। ফলে ওই পর্যটনের এই মরশুমে বিপাকে পড়েছেন সেইসব যাত্রীরা।
বিমানবন্দর সূত্রের খবর, বিমানবন্দরের রানওয়ে মেরামতির জন্য এপ্রিল মাস থেকে বিমানবন্দর বন্ধ থাকার একটা কথা ছিল। কিন্তু তার আগেই এই ফাটল ধরা পড়ে গেল। এর ফলে বিমানবন্দরে আটকে পড়েছেন বহু যাত্রী। অনেকে হোটেল পাওয়ার জন্য শিলিগুড়িতেও ফিরে আসছেন।
জানা যাচ্ছে আজ বেলা এগারোটা নাগাদ ওই ফাটল চোখে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে মেরামতির পর আজই বিমান পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এয়ারপোর্ট অথরিটি কিছু বলতে নারাজ।