সফল লোকজনের সঙ্গে থাকলে জীবন সফল হবে। আর ব্যর্থদের সঙ্গে থাকলে সবক্ষেত্রেই ব্যর্থ হতে হবে। এমন একটি প্রবাদ দেশে চালু আছে। আর এই প্রবাদকে সামনে রেখেই এবার কংগ্রেসকে কোণঠাসা করার পরিকল্পনা করা হচ্ছে। কারণ কংগ্রেস প্রতিটি নির্বাচনেই ব্যর্থ। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনেও কংগ্রেসের লজ্জাজনক ফল সবাই দেখেছে। তাই কংগ্রেসকে সরিয়ে রেখে রাজ্যসভায় নতুন একটি বিরোধী ‘ব্লক’ তৈরি হতে চলেছে বলে সূত্রের খবর। এই ব্লকটিতে থাকতে পারে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি। কেন এমন সমীকরণ? জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যসভায় তৃণমূল, আপ এবং এসপি’র মোট সাংসদের সংখ্যা কংগ্রেসের থেকে অনেকটা বেশি হতে চলেছে। তাই এই সমীকরণ গড়ে উঠলে এবং নতুন ব্লক হলে রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতার পদ হারাবে কংগ্রেস।
আম আদমি পার্টির অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে চায় না। তৃণমূল কংগ্রেসও নিজেদের অবস্থান স্পষ্ট করে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। তাই আর কংগ্রেসের সঙ্গে কেউ কক্ষ সমন্বয় করতে চাইছেন না। নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এক সদস্য বলেন, ‘আমরা অকংগ্রেসি ব্লকের কথা ভাবছি। এখন তৃণমূল কংগ্রেসের ১৩ জন সাংসদ আছে রাজ্যসভায়, আপের আছে ১০ জন এবং সমাজবাদী পার্টির ৪ জন। একত্রে ২৭ জন।’ এই জোট তৈরি করার পর— ডিএমকে, টিআরএস, শিবসেনার মতো দলগুলিকেও পাশে পাওয়া যাবে বলে তাঁরা মনে করছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জাতীয় রাজনীতিতে এই কৌশল নেওয়া হচ্ছে বলে খবর।
এই অকংগ্রেস ব্লক করলে ঠিক কী হবে? রাজ্যসভার নিয়ম অনুযায়ী, বিরোধী দলনেতার পদের জন্য কোনও দলের সাংসদ সংখ্যা মোট আসনের ১০ শতাংশ হতে হবে। রাজ্যসভার মোট সর্বোচ্চ আসন ২৫০। অর্থাৎ বিরোধী দলনেতার পদটি পেতে একটি দলের অন্তত ২৫টি আসন থাকা প্রয়োজন। এই মুহূর্তে রাজ্যসভায় কংগ্রেসের আসন সংখ্যা ৩৪। এপ্রিল মাসে কংগ্রেসের ৬ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। জুন–জুলাই মাসে মেয়াদ শেষ হচ্ছে আরও ৮ জনের। এই ১৪টি আসনে কংগ্রেস কতজনকে ফেরাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই জায়গায় চলে আসতে পারে অকংগ্রেসি ব্লক। তাই এই সমীকরণ।
পাঁচ রাজ্যের নির্বাচনের পর পরিস্থিতি বদলে গিয়েছে। তাতে রাজ্যসভায় আসন সংখ্যা বাড়বে আপ এবং এসপি’র। তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ইতিমধ্যেই ১৩। সুতরাং সবমিলিয়ে এই অকংগ্রেসি ব্লক চাপে ফেলে দিতে পারে কংগ্রেসকে। কারণ রাজ্যসভার আসন দু’মাসের মধ্যে এই তিনজনের মিলিয়ে বেড়ে প্রায় ৩০ পৌঁছে যেতে পারে। আর কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হতে পারে ২০। এই অঙ্ক যদি মিলে যায় তাহলে এই অকংগ্রেসি ব্লক থেকেই বিরোধী দলনেতা করা যাবে।