এখন কাগজ খুললেই অপহরণের ঘটনা। আকছার শোনা যাচ্ছে। তেমনই আবারও এক অভিযোগ দায়ের হল। তবে সেই অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত শিশু। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। পুলিশের ভূমিকায় আপ্লুত খুদের পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন। বয়স মাত্র ৬ বছর।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নম্বর ব্লকের উস্তি থানার সংগ্রামপুরে থাকত সে। বুধবার টিউশন পড়তে গিয়েছিল খুদে। তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। খোঁজখবর নেওয়া হয় এলাকায়।
কিন্তু তাতে কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি খুদের। এভাবেই দুশ্চিন্তায় কেটে যায় বুধবার। বৃহস্পতিবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। এদিকে মুক্তিপণ চেয়ে ফোন যায় খুদের বাবার কাছে। ফলে তারা বুঝে যান, অপহরণ করা হয়েছে ইয়াসিনকে।
খুদের পরিবারের অভিযোগ পাওয়ামাত্রই ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে-র নেতৃত্বে শুরু হয় অভিযান। যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল, সেটিকে ট্র্যাক করে জয়নগরে পৌঁছন তদন্তকারীরা। রাতেই উদ্ধার করা হয় খুদেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। অর্থের কারণেই এই অপহরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।