শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রীর তরফে মহিলাদের জন্য যে বিশেষ কিছু অপেক্ষা করছে, তা নিয়ে রাজ্যের মহিলারা আগে থেকেই আশাবাদী ছিলেন। প্রত্যাশা মতোই বাজেট ভাষণে মহিলাদের নানা প্রকল্পের কথা তুলে ধরেছেন চন্দ্রিমা। বার্ধক্য পেনশন এবং প্রতিবন্ধী পেনশন ছাড়াও রাজ্য সরকার বিধবা পেনশন দেয়। এবারের বাজেট অধিবেশনে সেই বিধবা ভাতায় বরাদ্দ বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে ১৩ লক্ষেরও বেশি মহিলা বিধবা ভাতা পান। তার জন্য সরকারের খরচ হয় ১,৫৬০ কোটি টাকা।
বাজেট অধিবেশনে তিনি ঘোষণা করেন, ‘এবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন। সেই অতিরিক্ত ৮ লক্ষ বিধবা মহিলাকেই ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই পেনশন দেওয়া হবে। যার ফলে মোট ২১ লক্ষ বিধবা মহিলা এই পেনশনের আওতায় আসবেন। বাজেটে তার জন্য বরাদ্দ হয়েছে ৯৬০ কোটি টাকা।’ বাজেট বক্তৃতায় চন্দ্রিমা উল্লেখ করেন, রাজ্য সরকার ভর্তুকি মূল্যে এবং বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ১০ কোটি মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় এনেছে। ৭০ লক্ষেরও বেশি মানুষ সামাজিক নানা প্রকল্পের মাধ্যমে পেনশন পান। যার জন্য খরচ হয় ৯,০০০ কোটি টাকা। এ ছাড়াও ২৫-৬০ বছর বয়সী ১.৫৩ কোটি মহিলা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আওতায় এসেছেন। তার জন্য বছরে রাজ্যকে খরচ করতে হয় ১০,০০০ কোটি টাকা।
