নজরুল মঞ্চের সভা থেকে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা ভোটে নির্দল কাঁটায় বিদ্ধ হয়েছে শাসক দল। এদিন সেই দিকে ইঙ্গিত করেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘৭-৮ জনকে দেখে রেখেছি। ঘ্যাঁচ করে নাম কেটে দেব’।
সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানেই এই ভাষায় সতর্ক করেন মমতা। তিনি স্পষ্ট বলেন, ‘কিছু নেতা নির্দলদের বগলে করে ঘুরছে। নির্দল প্রার্থীদের গাড়িতে নিয়ে ঘুরছে, ছবি তুলছে। এদের বারবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না। কিছু লোকজনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। ৭-৮ জনের নাম আমার কাছে আছে’।
মমতার সাফ কথা, ‘যারা নির্দলদের ইন্ধন দিচ্ছেন, তাঁদের প্রথমে সতর্ক করা হবে, তারপর শোকজ করা হবে, দু’বার শোকজ হয়ে গেলে সোজা নাম কেটে দেব’। এদিন নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূলনেত্রী সাফ জানিয়ে দেন, ‘তৃণমূল ভদ্রতা করে বলে অনেকে আমাদের দুর্বল ভাবতে শুরু করেছিল। প্রত্যেকের খবর আমাদের কাছে আছে। দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! কীসের জন্য নির্দলকে সমর্থন? যেখানে দলের প্রার্থী নেই সেখানে কাউকে সমর্থন করাই যায়, সেটা দল ঠিক করবে। দলের প্রার্থী থাকা সত্ত্বেও কেন নির্দল হয়ে লড়াই করা? নির্দল হয়ে দলের প্রার্থীকে হারাচ্ছে। আপনার কী ভাবেন তৃণমূল দুর্বল হয়ে গিয়েছে’?
সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। মমতার সাফ কথা, ‘উল্টো-পাল্টা বলে ভাইরাল হওয়া চলবে না। আপনাদের শেষ সুযোগ। যদি মনে করেন আপনি জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দলের রাস্তা খোলা আছে। তৃণমূল কংগ্রেস দল করলে আদর্শ নিয়ে করতে হবে। লড়াই করতে হবে। তৃণমূলের আদর্শ নিয়ে চলতে হবে।