তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার। দলবিরোধী মন্তব্য করার অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল বিজেপি। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেবেন।
এদিন মমতার নেতৃত্বে রাজ্য কমিটির বৈঠক বসতে চলেছে নজরুল মঞ্চে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন জয়প্রকাশ। সঙ্গে এনেছেন তাঁর ছেলেকেও। সোমবারই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বহিষ্কৃত ও বিক্ষুব্ধ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন। সেখানে জয়প্রকাশও ছিলেন। স্বভাবতই লকেট কী করবেন তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর, কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বারবার সুর চড়ান জয়প্রকাশ মজুমদার। সেই সঙ্গে দলের ত্রুটি বোঝাতে গিয়ে, তিনি তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ২৫ জানুয়ারি মন্তব্য করেছিলেন, ‘ লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে সারা ভারতে এখন মনে করা হয়, অত্যন্ত কুশলী স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতাসম্পন্ন নেত্রী। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামব তিনদিন প্র্যাকটিস করে?
