ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ আরও এক পড়ুয়া। শুক্রবার ওই খবরে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর টুইট, ‘ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য আমি উদ্বিগ্ন’।
মমতার সংযোজন, ‘তাঁরা প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবে কিনা, তা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছি। জীবন তো মহার্ঘ। পড়ুয়াদের ফেরাতে এত সময় লাগছে কেন? এতদিন ধরে কেন তাঁদের ফেরানো হল না’?
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, সমস্ত ভারতীয় পড়ুয়াকে যথাসম্ভব শীঘ্র ফিরিয়ে আনুন। এর জন্য যে কটা বিমান পাঠানো দরকার দয়া করে তা পাঠান’।
বৃহস্পতিবারও ইউক্রেন প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেছিলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে। আর মোদীজি রাজনৈতিক সভা করছেন! কী গুরুত্বপূর্ণ? আমাদের দেশের পড়ুয়াদের ফেরত আনা গুরুত্বপূর্ণ নয়? আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা খাবার কিংবা জলটুকু পাচ্ছে না, কেউ বাঙ্কারে রাত কাটাচ্ছে। পুতিনের সঙ্গে এত ভালো সম্পর্ক যখন, তখন তো তিন মাস আগেই জানতেন যুদ্ধ হবে। তখন কেন আনলেন না? এখন নিজে নিজে আসতে বলছে! এটা সম্ভব’!