একুশের বিধানসভা নির্বাচনের পরেই বাবা মুকুল রায়ের সঙ্গে তৃণমূল ভবনে এসে শাসকদলে যোগ দিয়েছিলেন তিনি। পুরসভা নির্বাচনে তাঁকে টিকিট দিয়েছিল দল। এবার নিজের ওয়ার্ড থেকে জয়ী হলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন শুভ্রাংশু। এই ওয়ার্ডে জয়লাভ করলেন তিনি। মোট ১ হাজার ৬৪৬ ভোটে তিনি জিতলেন।
জয়ের পর শুভ্রাংশু বলেন, ‘বিজেপিতে যাওয়া আমার ভুল ছিল। দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারবে না সেটা আবার প্রমাণিত হল। লড়াই অনেকটাই কঠিন ছিল। কংগ্রেস, বিজেপি আমাকে হারাতে একজোট হয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছে । কিন্তু মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। এখনও বাবাকে জানানো হয়নি। ফোন করেছিলাম পায়নি এখনও। তবে জানাব তো নিশ্চয়ই। বাবাই তো আমার অভিভাবক। আমি সব সময় মানুষের পাশে আছি।’