এবারে পাহাড়ে শক্তিক্ষয়ের শুরু বিজেপির। দার্জিলিংয়ে খাতাযই তুলতে পারল না তারা মাত্র ৬ মাস আগে গঠিত হওয়া হামরো পার্টিই এবার দখল করল দার্জিলিং পুরসভা৷ এই মুহূর্তে পাহাড়ের সাংসদ, বিধায়ক সবই বিজেপির দখলে রয়েছে৷ কিন্তু বিজেপি-জিএনএলএফ জোটকে পিছনে ফেলে বাজিমাত করল অজয় এডওয়ার্ডের নতুন দল৷ তবে বিজেপি খাতা না খুলতে পারলেও দু’টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷
প্রসঙ্গত, হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ছিলেন জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ৷ বিধানসভা নির্বাচনে টিকিট না নতুন এই দল গঠন করেন তিনি৷ পেয়ে গত ২৫ নভেম্বর আত্মপ্রকাশ করে হামরো পার্টি৷ তবে দল চমকপ্রদ ফল করলেও এডওয়ার্ড নিজে দার্জিলিং পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন৷ উল্লেখ্য, দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি৷ চারটি জিতেছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা৷ অনীক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা দখল করেছে ৮টি আসন৷ ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।