বুধবার ভোট গণনার শুরু থেকেই রাজ্যের জেলায় জেলায় সবুজ ঝড়। প্রায় কোন পুরসভাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না ‘প্রধান বিরোধী দল’ বিজেপিকে। তবে সারা বাংলায় বিপুল সবুজ ঝড়ের মুখে একমাত্র তাহেরপুর যেন মরুভূমিতে মরূদ্যান। এবারও লালঝান্ডা উড়ল তাহেরপুর পুরসভায়। বোর্ড দখলে রাখল বামেরা। অর্থাৎ গেরুয়া শিবির যেখানে খাতাই খুলতে পারেনি সেখানে একটি পুরসভা জয় করে বিরোধী হিসেবে নিজেদের অস্তিত্বের ছাপ রাখল সিপিএম।
এদিন গণনার শুরু থেকেই বামেরা এগিয়ে ছিল সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে। এই পুরসভার মোট ওয়ার্ড ১৩টি। বেলা পৌনে বারোটার খবর ৮টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছে সিপিএম। তৃণমূল এগিয়ে পাঁচটিতে।
