রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, যুদ্ধ অবশ্যম্ভাবী। অবশেষে সমস্ত আশঙ্কাকে সত্যি করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে মস্কো। এই মুহূর্তে ইউক্রেনের মাটিতে রাশিয়ার মিলিটারি অপারেশন চলছে। কিন্তু জন্মসূত্রে রাশিয়ান হলেও তিনি একজন শিল্পী। তাঁর দেশের আগ্রাসনে এই মুহূর্তে গোটা বিশ্ব থরহরিকম্প হলেও তিনি বিশ্বাস করেন গান্ধীজির অহিংসা মন্ত্রে। ভারতীয় ধর্মগ্রন্থের প্রতি তাঁর অগাধ আস্থা। কথা হচ্ছে কনস্ট্যানটাইন পলিকভের। মহাত্মা গান্ধীর প্রতি তাঁর অনুরক্তি এতটাই যে রাশিয়ার যে শহরে তিনি থাকেন সেই সেন্ট পিটার্সবার্গ এবং রাজধানী মস্কোয় শিল্পীকে সবাই চেনেন ‘গান্ডি’ নামে। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসেছেন তিনি।
বইমেলার রাশিয়া প্যাভিলিয়নে নিজের আঁকা গান্ধীজির ছবি সাজিয়ে রেখেছেন পলিকভ। তিনি জানেন, মঙ্গলবার গোটা ভারতে শিবরাত্রি উৎসব পালিত হয়েছে। বারাণসীর ঘাট-সহ তাঁর তুলিতে ফুটে উঠেছে তিনটি মহাদেব বিষয়ক মাইথোলজির ছবি। ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভারতীয় নারীর ছবিও এঁকেছেন রুশ শিল্পী। স্টলে আছে দেবী দুর্গার মূর্তিও। এবারের রাশিয়ার স্টলে বিশেষ আকর্ষণই হল শিল্পী পলিকভের চিত্র প্রদর্শনী। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে তাঁর বক্তব্য, ‘যে কোনও যুদ্ধই বেদনাদায়ক। সীমান্ত হোক শান্তির এবং সহমর্মিতার। আমি ইউক্রেনেও গেছি। একসময় ইউক্রেন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে।’
