রাজ্যের পুরনিগমগুলিতে যখন সবুজ আবির উড়ছে, তখন সেই আবহেই বিরোধী দলের হাতে থাকা আরও একটি পঞ্চায়েত দখল করল তৃণমূল। তৃণমূলের জন্মলগ্ন থেকে ক্ষমতায় থাকা জয়নগর বিধানসভার জয়নগর-২ ব্লকের শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হয় গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে। ১৫টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৬টি, বিজেপি ৫টি ও নির্দল ৪টি আসন পায় সে বার। বিজেপি ও নির্দল সদস্যরা মিলে সে সময় বোর্ড গঠন করেন। প্রধান হন নির্দল সদস্যা হোসনেয়ারা মোল্লা এবং উপপ্রধান হন নির্দল সদস্যা হোসেয়ারা মোল্লা। কিন্তু দীর্ঘ চার বছর এই পঞ্চায়েতে কোনো উন্নয়ন না হওয়ার অভিযোগ ওঠে বিরোধী তৃণমূলের তরফে।
কয়েকদিন আগে দু’জন নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। আর তার পরেই বর্তমান প্রধান ও উপপ্রধান-সহ বোর্ডের ওপর অনাস্থা আনে তৃণমূল। আর ওই অনাস্থার ভোটাভুটিতে তৃণমূল ৮-০ তে জয়ী হয়। ভোটাভুটিতে বিজেপি ও নির্দল সদস্যরা অনুপস্থিত থাকে। সোমবার নতুন প্রধান হিসাবে তৃণমূলের বর্ণালী মণ্ডল ও উপপ্রধান হিসাবে তৃণমূলের হাসনাবানু গাজি দায়িত্বভার গ্রহণ করেন। বর্ণালী মণ্ডল বলেন, ‘গত চার বছরে এই এলাকায় কোনো উন্নয়ন করতে চায়নি ওরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা রাজ্যে হলেও এখানে হচ্ছিল না। এখানে উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছিল। তাই এখন থেকে হাতে থাকা এই এক বছরের মধ্যে আমি যতটা পারব উন্নয়ন করব।’ উল্লেখ্য, গতকাল পঞ্চায়েত ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, তৃণমূল ব্লক সভাপতি গোপাল নস্কর, পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খান, শিক্ষক সাহাবুদ্দিন শেখ, ওয়ায়ুদ মোল্লা-সহ আরও অনেকে।
