ক্রমশ বাড়ছে দুশ্চিন্তা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে হাজার হাজার ভারতীয়। অনেকেই আটকে খারকভ, খেরাসন, কিয়েভের মতো বিপদসংকুল অঞ্চলে। মঙ্গলবার সকালেই রুশ গোলায় প্রাণ গিয়েছে এক ভারতীয় পড়ুয়ার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যুদ্ধ শুরুর ছ’দিন পরও কেন ইউক্রেনে আটকে থাকা সব ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো গেল না? পরিসংখ্যান বলছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়র সংখ্যা ১৮ হাজারের পাশেপাশে। এই সামান্য সংখ্যক মানুষকে দেশে ফেরানোর জন্য ছ’দিন কি যথেষ্ট সময় নয়? বিরোধীদের তোপ, এর জন্য দায়ী মোদী সরকারের অকর্মণ্যতা এবং প্রধানমন্ত্রীর ঔদাসীন্য।
প্রসঙ্গত, ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য ‘অপারেশন গঙ্গা’ চালু করেছে মোদী সরকার। সংবাদমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে প্রচার চলছে জোরকদমে। উত্তরপ্রদেশের নির্বাচনে এর ডিভিডেন্টও পেতে পারে বিজেপি। কিন্তু বাস্তব চিত্র অনুযায়ী, ছ’দিনে ২৫ শতাংশ ভারতীয়কেই ফেরানো যায়নি ইউক্রেন থেকে। অথচ, ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালীন কুয়েত থেকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে মাত্র ১০ দিনে দেশে ফিরিয়েছিল ভারত সরকার। এর থেকে অনেক প্রতিকূল পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার সেই অপারেশন নাম তুলেছে গিনেস বুকে। সেসময় কেন্দ্রে ছিল কংগ্রেসসসরকার। পুরো অপারেশনের নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল।
এবার সেই ঘটনার উল্লেখ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহা। কেন্দ্রের উদ্দেশে তাঁর প্রশ্ন, “ইউক্রেনে আটকে মাত্র ১৮ হাজার ভারতীয়। ভারত আগে যা যা করেছে তার তুলনায় এই সংখ্যাটা সামান্যই।” তাঁর সাফ কথা, “উত্তরপ্রদেশের ভোটের জন্য সরকার যেভাবে ভুয়ো প্রচার করছে, সেটা চরম দুঃখজনক। প্রধানমন্ত্রী এটা নিয়ে উত্তরপ্রদেশের ভোটপ্রচারে গিয়ে বলছেন, সেটা ভাল কথা। কিন্তু সরকারের এ বিষয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত।” তৃণমূলের সহ-সভাপতি বলছেন, “সরকার আগেই জানত এই পরিস্থিতি হবে। তাহলে এত ঢিলেমি কেন? ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকলেও ভারতীয় দূতাবাসের উচিত ছিল আগেভাগে সব ভারতবাসীকে সীমান্তে পাঠানোর। এতদিন বাদে সরকার চারজন মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠিয়েছে, এটা তো আরও আগে করা উচিত ছিল। আজ ভারত সরকারের মানসিকতার জন্য, ইউক্রেনের সেনাদের হাতে হেনস্থা হতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।” শুধু তৃণমূলই নয়, উদ্ধারকার্যে ঢিলেমি নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও। রাহুল গান্ধী সোমবার টুইটে কটাক্ষ করেছেন, প্রধানমন্ত্রীকে কাজের সময় পাওয়া যাচ্ছে না। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারেরে ক্ষেত্রে অত্যন্ত ধীরগতিতে কাজ করছে ভারত।