এবার পর্যটকদের জন্য সুখবর। মঙ্গলবার থেকে দার্জিলিংয়ের টয়ট্রেনে এসি কোচ চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পাশাপাশি আগামী ১ এপ্রিল থেকে ভিস্টাডোম কোচও শুরু হতে চলেছে এই টয়ট্রেনে। টয়ট্রেনকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিল ডিএইচআর কর্তৃপক্ষ। কিন্তু টিকিটের দাম এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষ টয়ট্রেনে সফর প্রায় করছিলেন না বলাই চলে।
কাঠিহারের ডিআরএম এস কে চৌধুরী টিকিটের দামের কথা কমানোর ঘোষণাতেই তা স্পষ্ট। তিনি জানান, যত রকমের মজাদার রাইড আছে সব কিছুতেও দাম কমানো হবে। পাশাপাশি যাত্রীদের কথা মাথায় রেখেই এসি কোচ চালু হল। কারণ গ্রীষ্মকালে পাহাড়ে বেশি ভিড় জমে পর্যটকদের। কার্শিয়াং পর্যন্ত ব্যাপক গরম থাকে। যার কারণেই এসি কোচ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি ভিস্টাডোম কোচ চালুর কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া মাঝধ্যেই বিভিন্ন সময় স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও খবর। সবটাই হবে পর্যটকদের মনোরঞ্জনের জন্য।