যাত্রীদের জন্য ঘোষণা ভারতীয় রেলের। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি জানিয়েছে আজ ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বাতিল করা হয়েছে প্রায় ৩০০-এরও বেশি ট্রেন।
তবে ঠিক কী কারণে বাতিল করা হয়েছে– তা এখনও জানা হয়নি। খারাপ আবহাওয়ার কারণ এখন আর কতটা আছে– তা বলা যায় না। শীত পেরিয়ে বসন্তের দিকে যেতে শুরু করেছে আবহাওয়া। তাই কুয়াশা ইত্যাদির জন্য ট্রেন বাতিল করা হয়েছে কিন তা আদৌ জানা যায়নি। তবে বিভিন্ন টেকনিকাল কারণেও ট্রেন বাতিল করা হতে পারে।
ভারতীয় রেলওয়ে প্রতিদিন লাখ লাখ মানুষকে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। অতি অল্প ভাড়ায়, যাত্রীরাও খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। কিন্তু আজ সপ্তাহের প্রথমদিনেই এতগুলি ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই অসুবিধার মুখে পড়বেন দেশের এক বড় অংশের নাগরিকেরা৷
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় রেলের তরফ থেকে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। তার নানা কারণও আছে। শীতকালে আবহাওয়া একটা বড় কারণ। এছাড়া, লাইনে কাজ হওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ের জন্য ট্রেন বাতিল করে দেয় আইআরসিটিসি। গত মাসেই পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিরাট রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রাণ গিয়েছে বহু মানুষের। যার ফলে বিষয়গুলি নিয়ে আরও সতর্ক হয়েছে রেল। তাই একাধিক ট্রেন নানা সময়ই বাতিল করতে হয়েছে।
আজকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলির অধিকাংশেরই যাত্রাপথ মূলত উত্তর ভারত ঘেঁষা। অর্থাৎ বিহার-উত্তরপ্রদেশ দিয়ে যাওয়ার কথা অধিকাংশ ট্রেনের। সেই ট্রেনগুলিই মূলত বাতিল করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ তবে সেগুলির অধিকাংশই লোকাল ট্রেন। শিয়াদা থেকে শান্তিপুর, নৈহাটি লাইনের ট্রেন বাতিল করা হয়েছে।