বৃহস্পতিবার যুদ্ধের আবহে ভারতীয় শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছিল। সেদিন অনেকটা নীচে নেমে গিয়েছিল বাজারের সূচকগুলি। এরপর শুক্রবার অবস্থা কিছুটা বদলালেও সোমবার দেখা গেল সেই পুরনো চিত্র। যুদ্ধের দাপটে থরহরি কম্পমান ভারতীয় শেয়ার বাজার। বিশ্বের অন্য ছোট বড় বাজারের চিত্রটাও এদিন প্রায় একই।
এদিন রেড জোনেই খোলে বাজার। সকাল ১০ টার সময় সেনসেক্স নেমে যায় ৫৫,০৮২ পয়েন্টে। ১.৩৭ শতাংশ পতন ঘটে এই সূচকের। অন্যদিকে নিফটি ৫০-ও ভেঙে পড়ে। সকাল ৯ টা ৩৫ মিনিটে ১৬ হাজার ৩৬৮ পয়েন্টে নেমে যায় নিফটি। যদিও ১০ টার আগেই ফের একবার তা ১৬,৪২৫ স্পর্শ করে। বাজার যে রকম ইঙ্গিত দিচ্ছে, তাতে যদি সেনসেক্স আজ ৫৫,০০০-এর নীচেও চলে যায়, তবুও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের পরিস্থিতি যেভাবে ঘনীভূত হচ্ছে, তাতে প্রমাদ গুনছে বিনিয়োগকারীরা। আর তাই অস্থিরতা আরও বৃদ্ধির আশঙ্কাতেই বিক্রি বাড়ছে। তবে নতুন বিনিয়োগকারীদের জন্য কিন্তু এ এক সুবর্ণ সুযোগ হতেই পারে। কারণ, গত দু’দশক ধরে দেখা গিয়েছে যুদ্ধের পরেই বাড়ে শেয়ার বাজারের দর। তাই এখন যারা বিনিয়োগ করতে পারবেন, তাঁরা যুদ্ধের পরেই বড় লাভ প্রত্যক্ষ করতে পারবেন।