সকাল থেকেই বনধ করে এলাকায় তৎপর ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে ওই এলাকার এক বাসিন্দা বিজয় ঘোষ (যিনি বিজেপি কর্মী হিসাবে এলাকায় পরিচিত) স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলেন। হুমকি দিতে থাকেন। এমনকি স্থানীয় ব্যবসায়ীদের ধমক-চমক দেওয়ার পর মারধরও করেন বলে অভিযোগ। এর ফলে স্থানীয় এক যুবক প্রবীর বিশ্বাস আহত হন।
এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন অনান্য ব্যবসায়ীরা। পরবর্তীতে বাকি সব ব্যবসায়ী একত্রিত হয়ে পাল্টা ওই ব্যক্তিকে গণধোলাই দেন। রাস্তায় ফেলে তাঁকেই কিল-চড়-ঘুষি দেওয়া হয় বলে অভিযোগ। এরফলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। মাথা ফেটে যায় ওই ব্যক্তির। নাক দিয়েও কিছুটা রক্ত বের হয়। এই ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। এলাকার উত্তেজনা প্রশমিত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। তবে তার প্রভাব পড়েনি জনজীবনে। অন্যান্য দিনের মতোই খুলেছে দোকানপাট। সচল বাস-ট্রেনও।