রবিবার রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন। তার আগে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। সেখানে উল্লেখ করা হয়েছে, বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না৷ প্রচারে থাকতে দিনভর নাটক করতে পারে। কোনওভাবে তাদের প্ররোচনায় পা না দিয়ে, নেতৃত্ব বা পুলিশকে জানান। প্রচারপর্ব শেষ হলেও, কোনও ঢিলেমি দেবেন না। আগামীকাল ভোট, আজ থেকে সাংগঠনিক প্রস্তুতি রাখুন।প্রতি বুথে যথাযথ ভাবে স্থানীয় এজেন্ট রাখুন। যে বা যাঁরা এলাকার ঠিকানা ধরে ধরে সকলকে চেনেন।দলের ক্যাম্প অফিসেও স্থানীয় পরিচিত সক্রিয় কর্মী রাখুন। যে বা যিনি সব ভোটার ও বাড়ি চেনেন এলাকার। ভোটারদের উৎসাহিত করতে হবে। তারা যেন এসে ভোটটা দিয়ে যায়। পরে অন্য কাজ হবে।
অবাধ, গণতান্ত্রিক পরিবেশে উৎসবের মেজাজে যেন ভোট হয়৷ কাজ ও পরিষেবার ভিত্তিতে তৃণমূলকে ভোট দেবে মানুষ। বাড়তি ভোটের জন্য, অতি উৎসাহে এমন কিছু করবেন না, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, এটা মিডিয়া ও তথ্যপ্রযুক্তির যুগ। হাতে হাতে ক্যামেরা। এমন কোনও আচরণ করবেন না যা নিয়ে পরবর্তী সময়ে কুৎসা হতে পারে।
কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, আত্মবিশ্বাস ভাল। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কেউ দেখাবেন না। বুথ বা ক্যাম্প ছেড়ে যাবেন না। শেষ সময় অবধি অপেক্ষা করুন। দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘বিরোধীদের ভয় আসলে মনের মধ্যে। কোথাও ওদের কোনও লোক নেই। মানুষ তৃণমূলকেই চাইছে। বিরোধীরা বহুদূরে দ্বিতীয় আর তৃতীয় হওয়া নিয়ে লড়াইয়ে আছে। আমাদের অনুরোধ বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না।