কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অর্থপাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সাত সকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তাঁকে নিজেদের দফতরে তুলে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শেষ পর্যন্ত দাউদ-যোগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি। এদিন দুপুরে দাউদ-যোগ তথা অর্থপাচারের অভিযোগে মহারাষ্ট্রে মন্ত্রীকে গ্রেফতার করেছে তারা।
এদিন সকাল ৭টার সময় মালিককে বাড়ি থেকে তুলে নিয়ে আসে ইডি। দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা কুরলায় মালিকের সম্পত্তি সংক্রান্ত লেনদেন নিয়ে তদন্ত করে। অভিযোগ, দাউদ ঘনিষ্ঠ একজনের কাছ থেকে সম্পত্তি কিনেছিলেন মালিক। বাজারদর থেকে অনেক কম দামে সেই সম্পত্তি কিনেছিলেন তিনি। গ্রেফতারির পর নবাব মালিককে মেডিক্যাল পরীক্ষার জন্য জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইডি অফিসের বাইরে মিডিয়াকে উদ্দেশ্য করে মালিক চেঁচিয়ে বলেন, ‘লড়ব, জিতব, সবার মুখোশ খুলব’।
