এবার শিলিগুড়ির মেয়র নির্বাচিত হয়েই ‘সিন্ডিকেট-রাজ’, ‘দালাল-রাজ’ খতম করার বার্তা দিলেন গৌতম দেব। সোমবার শিলিগুড়ি পুরসভার মেয়র পদে মনোনয়ন জমা দিয়ে এ কথা জানান তিনি। একই সঙ্গে জনসংযোগে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান থাকার সময় শুরু করেছিলেন ‘টক-টু-চেয়ারম্যান’। সেটাই এ বার ‘টক-টু-মেয়র’ করে চালিয়ে যাবেন, যাতে সিন্ডিকেট-রাজ বা অন্য সমস্যার ক্ষেত্রে মানুষ সরাসরি জানাতে পারে।
গৌতম বলেন, ‘দালাল-রাজ, সিন্ডিকেট-রাজ আমি খতম করতে চাই। কোনও মধ্যস্থতাকারী থাকবে না। টেন্ডারে সিন্ডিকেট কাউকে করতে দেব না। আমি দাঁড়িয়ে থেকে তা গুঁড়িয়ে দেব পুলিশ প্রশাসনের সাহায্যে। গুন্ডা, বদমায়েশ, মাফিয়া বহু দেখেছি। ভয় পাই না। যারা করার চেষ্টা করছে তাদের জেলের ভিতরে পাঠাব। কেউ আটকাতে পারবে না।’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীও তা চান। অসুবিধা হলে তিনি সরাসরি জানাতে বলেছেন। কাজের গুণমান এজেন্সি দেখবে। সমস্যা হলে ঠিকাদারকে ঠিক করতে হবে। কাজ ফেলে রাখলে শো-কজ ও কালো তালিকাভুক্ত করা হবে।